আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার ৭ নং সাহারবাটী ইউপির প্যানেল চেয়ারম্যান আসমা তারার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে তিনি দাবি করেছেন।
রবিবার দুপুরে সাংবাদিকদের সাথে সাক্ষাতকারে তিনি বলেন,পরিষদের অধিকাংশ মেম্বার (সদস্য) এর সমর্থন ও স্থানীয় সরকার পরিচালনা নীতিমালা অনুযায়ী আমাকে পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে। পরিষদের একজন সদস্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিতে অনৈতিক ভাবে আমার বিরুদ্ধে নানা রকম অভিযোগ তুলেছেন। যা আদৌ সত্য নয়।আমি প্রতিদিন অসংখ্য লোকজনের নাগরিক সেবা দিয়ে যাচ্ছি। গত শনিবার ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে টিসিবির কার্ড পাওয়ার জন্য অনলাইন করতে পরিষদে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন অনেক লোকজন । লাইনের আগে দাঁড়ানো নিয়ে তারা ধাক্কাধাক্কি ও হাতাহাতি করেছেন। তখন আমি পরিষদে ছিলাম না। তারপরও আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বর্তমান অনুপস্থিত রয়েছেন। তিনি যেদিন পরিষদে আসবেন। ওইদিনই নীতিমালা অনুযায়ী আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে সরে আসবো। কিন্তু আমাকে জোর করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে সরানোর নানা ষড়যন্ত্র ও পরিকল্পনা করছেন একজন মেম্বার। তিনি সাংবাদিকদের ভূল তথ্য পরিবেশনের মাধ্যমে আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করিয়েছেন। যা সম্পূর্ণ রুপে মিথ্যা ও বানোয়াট। এছাড়া টিসিবির কার্ড অন লাইন করার জন্য ১০০ টাকা চাওয়ার বিষয়টিও মিথ্যা। আমি পরিষদে আসার পর লাইনে দাঁড়ানো একাধিক লোকজনের সাথে কথা বলেছি। এখানে কোন লোক টাকা দাবি করার কোন অভিযোগ বলতে পারেনি। আমি স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা মোতাবেক বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা নিয়ে সঠিক ভাবে দায়িত্ব পালন করে আসছি। ২/১ জন স্বার্থান্বেষী মেম্বর আধিপত্য বিস্তার কওে চেয়ার দখলের অপচেষ্টা চালাচ্ছে। পরিকল্পিতভাবে সেই কুচক্রীমহল তাদের স্বার্থ চরিতার্থ করতে সাজানো কতিপয় লোকজন দিয়ে পরিষদের কার্যক্রমে ব্যাঘাত করতে মরিয়া হয়ে পড়েছে। চেয়ারম্যান আসমা তারা আরও জানান, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হয়েছে এবং ঐ দিনের ভিডিও ফুটেজ সরবরাহ করা হয়েছে।এছাড়া কয়েকজন সাংবাদিক ঘটনা না জেনে মিথ্যা তথ্য উপস্থাপন করে বিভিন্ন অন লাইন পোর্টালে প্রকাশ করে আমাকে হেয় প্রতিপন্ন করেছে। আমি এসব সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানাচ্ছি।