মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে জমি বিক্রির কথা বলে টাকা নিয়ে বিক্রিত জমি রেজিষ্ট্রি করে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে এক ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে। এমনকি জমি বিক্রয় লব্ধ টাকা ফেরত না দিয়ে উল্টো হুমকি-ধামকি দেয়ায় আতঙ্কে রয়েছেন ক্রেতা।
জানা গেছে, গত ৩ বছর আগে উপজেলার ঐতিহ্যবাহী চতরা ইউনিয়নের চতরা হাট বন্দরে গুড়া হাটিতে আধা শতক জমি বিক্রি করার জন্য ৮ লাখ ২৫ হাজার টাকা দরদাম ঠিক করে লিখিত অঙ্গীকার নামা একই ইউপি’র সমসের পাড়া গ্রামের মৃত. হাজের উদ্দিন এর ছেলে আব্দুল জলিল মিয়ার কাছ থেকে দিয়ে ৩ লক্ষ ১৮ টাকা গ্রহন করেন ওই ইউনিয়ন বিএনপি নেতা মাসুদ রানা। বাকী টাকা রেজিষ্ট্রি করার দিনে পরিশোধ করার কথা থাকলেও এখন তিনি জমি রেজিষ্ট্রি করে না দিয়ে উল্টো বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন জলিল মিয়া। তিনি আরও অভিযোগ করে বলেন, আমি গ্রামে ১ একর জমি বন্ধক ও ধার দেনা করে তাকে টাকা দিয়েছি। ৩ বছর ধরে আমাকে ঘুরাচ্ছে। জমি রেজিষ্ট্রি করেও দিচ্ছেনা আবার টাকার ফেরত দিচ্ছেনা। টাকা চাইলে ভয়ভীতি দেখাচ্ছে। আর বলছে আমি জমিও দেবনা টাকাও ফেরত দেবনা। ক্ষমতা থাকলে আদায় করে নেন।
এবিষয়ে বিএনপি নেতা মাসুদ রানার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সাংবাদিক জানার পর তিনি কথা বলেননি।