আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে ১টি চাইনিজ এয়ারগান, ইয়াবা ও ছুরিসহ ইমরান হেলালী প্রিন্স নামের পৌরসভার সাবেক এক কমিশনারকে আটক করা হয়েছে ।
আজ রবিবার ভোরের দিকে মেহেরপুর জেলা শহরের বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক প্রিন্স মেহেরপুর পৌরসভার সাবেক কমিশনার ও মেহেরপুর শহরের নকিব হেলালী মুকুলের ছেলে।
জানা গেছে,গোপন সূত্রে খবর পেয়ে রবিবার মধ্যরাতে বাংলাদেশ সেনাবাহিনী ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট মেহেরপুরের অধিনায়ক লেঃ কর্নেল সোহরাব হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল শহরের বড় বাজারে ইমরান হেলালী প্রিন্সের বাড়ি ঘেরাও করে। দীর্ঘক্ষণ অভিযান চালানোর পর তার বাড়ি থেকে একটি বিদেশে তৈরি এয়ারগান, ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, তিনটি দেশীয় তৈরি ছুরি, দুটি মোবাইল এবং মাদক সেবনের একটি যন্ত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর অধিনায়ক লেঃ কর্নেল সোহরাব হোসেন জানান, এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।