ঢাকাSunday , 26 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের সাবেক সাংসদ নদভী পৃথক দুই মামলায় ফের চারদিনের রিমান্ডে

Mahamudul Hasan Babu
January 26, 2025 5:38 pm
Link Copied!

চট্টগ্রাম ব্যুরো: সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে পৃথক দুই মামলায় ফের চারদিনের রিমান্ডে পাঠানো হয়েছে। এছাড়া আরেকটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তায় চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে আদালতে নিয়ে আসা হয়।
রোববার চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পৃথক দুইজন বিচারক এ আদেশ দেন আদেশ দেন।
গত ২২ জানুয়ারি পুলিশের আবেদনের প্রেক্ষিতে পৃথক দুই মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানমের আদালত। তখন সাতকানিয়া ও লোহাগাড়া থানায় হওয়া বিস্ফোরণ দ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুই মামলায় তাকে রিমান্ডে পাঠানো হয়।
চট্টগ্রাম মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মফিকুল হক ভূঁইয়া জানান, চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় দায়ের হওয়া দুই মামলায় সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত প্রত্যেক মামলায় দুদিন করে মোট চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া সদরঘাট থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় নদভীকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। আদালত সেটা মঞ্জুর করেন।
গত ১৫ ডিসেম্বর ঢাকার উত্তরা এলাকা থেকে সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে গ্রেফতার করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী খালিদ হাসান হত্যা মামলায় তাকে একদিনের রিমান্ডে নেয় পুলিশ।
১৭ ডিসেম্বর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত। চলতি বছরের ১৫ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের আবেদনের (দুদক) প্রেক্ষিতে কারাবন্দি সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। সাবেক সংসদ সদস্য নদভী আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) অধ্যাপক ছিলেন। তিনি ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু চলতি বছর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের কাছে পরাজিত হন নদভী।