ঢাকাMonday , 27 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমু‌খী সংঘর্ষে নিহত-২

Mahamudul Hasan Babu
January 27, 2025 2:56 pm
Link Copied!

পীরগঞ্জ (রংপুর) প্রতি‌নি‌ধি: ঢাকা-রংপু‌র মহাসড়কের গীরগঞ্জ জামতলা নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোম‌ুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের রংপুর মে‌ডিকেল কলেজ হাসপাতালে ভ‌র্তি করা হয়েছে।
পু‌লিশ ও প্রত‌্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ‌্যায় ঢাকা- রংপুর মহাসড়কের জামতলার গর্ন্ধকপুর প্লাজার সামনে দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই উপজেলার পাঁচগাছী ইউনিয়নের দশমৌজা পানেয়া গ্রামের আতোয়ার রহমানের ছেলে মোজা‌হিদ মিয়া(১৮) নিহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপ‌জেলা স্বাস্থ‌্য কমপ্লে‌ক্সে নিয়ে আসলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মে‌ডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে প‌থিমধ্যে পীরগঞ্জ পৌরসভার মৃত. কুদ্দুস মিয়ার ছেলে আনিছুর রহমান রানু (৩২) মারা যায়। অপর গুরতর আহত দুজন হলেন উপজেলার পাঁচগাছী ইউপির কদমতলী বাজার এলাকার আমিনুল ইসলামের ছেলে রা‌কিবুল ইসলাম বাবু (১৮) ও পৌরসভার ওসমানুর গ্রামের  মৃত. হুজুর আলীর ছেলে রেজাউল মিয়া (৪২)।
এ বিষয়ে বড়দরগাহ্ হাইওয়ে থানার ও‌সি ম‌নিরুজ্জামান বলেন,  ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। বা‌কি আহতদের চি‌কিৎসার জন‌্য রংপু‌রে পাঠানো হয়েছে। এ ব‌্যাপারে  সড়ক প‌রিবহন আইন অনুযায়ী ম‌ামলা করা হবে।