আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গণতন্ত্র অগ্রযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৭জানুয়ারী) বিকেলে এ কর্মসূচি উপলক্ষে অগ্রযাত্রা, লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। জুলাই আগস্ট হত্যাকান্ডের বিচার, আহতদের চিকিৎসা, ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বর্ধিত ভ্যাট-ট্যাক্স প্রত্যাহার, জান-মালের নিরাপত্তা নিশ্চিতকরণ, চাঁদাবাজি দখলদারিত্ব, নীতি-হামলা বন্ধকরণ, জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা, শ্রমজীবী-মেহনতী মানুষের দাবি মেনে নেওয়াসহ ১৮ দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। ঝিকরগাছা বাজার বাসস্ট্যান্ড এলাকায় লিফলেট বিতরণ পরবর্তী পারবাজার থেকে উপজেলা মোড় পর্যন্ত গণতন্ত্র অগ্রযাত্রা করা হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পার্টির জেলা সহ-সম্পাদক অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, ঝিকরগাছা উপজেলা সভাপতি আব্দুর রহিম, বাঁওড় মৎস্যজীবী আন্দোলনের সদস্য সচিব সুজন বিপ্লব, প্রকৌশলী আবু হাসান, জাকির হোসেন ইব্রাহিম খলিল, জসীমউদ্দীন, আব্দুর রশীদ সহ আরও অনেকে।