ঢাকাMonday , 27 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারী মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সহ ৬ শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

Mahamudul Hasan Babu
January 27, 2025 3:03 pm
Link Copied!

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : “ যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায় ”-জীবনের এই কঠিন সত্যটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। এই কঠিন সত্যটিকে ধারণ করে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ‘ মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ ’ এর অধ্যক্ষ মোঃ সোলায়মান আলী সহ ৬ শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের আয়োজনে সোমবার ( ২৭ জানুয়ারি) দুপুরে কলেজের হলরুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ কাজী মোঃ ফজলে বারী (সুজা)। কলেজের কৃষি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলেজ৭ গভর্ণিং বোডির সভাপতি ও উপজেলা বিএনপি’র আহবায়ক এ.জেড.এম বজলুর রহমান(জাহেদ)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যোৎসাহী ও কলেজ গভর্নিং বোডির সদস্য মোঃ মতিয়ার রহমান, সদস্য মোঃ তোছাদ্দেক আলম, অবসরপ্রাপ্ত অধ্যাপক(ম্যানেজমেন্ট) গোলাম মোস্তফা। আবেগআপ্লুত হয়ে কলেজের অবসরপ্রাপ্ত ও বিদায়ী অধ্যক্ষ মোঃ সোলায়মান আলী কলেজের প্রতিষ্ঠা ও প্রতিষ্ঠাতার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। আবগ আপ্লুত হয়ে অন্যান্য বিদায়ী শিক্ষকদের মধ্যে দোয়া ও আশির্বাদ চেয়ে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মোঃ জিন্নারুল হক( হিসাব বিজ্ঞান বিভাগ), সহকারী অধ্যাপক মোঃ ফজলে নূর প্রধান ( ইতিহাস বিভাগ ), সহকারী অধ্যাপক মোঃ নাজিরুল ইসলাম( ইসলাম শিক্ষা বিভাগ), সহকারী অধ্যাপক মোঃ আব্দুল মোত্তালেব (ভূগোল বিভাগ) ও সহকারী অধ্যাপক সত্যোশ চন্দ্র বিশ^াস (পদার্থ বিজ্ঞান বিভাগ)। সভাপতির ও অধ্যক্ষ কাজী মোঃ ফজলে বারী (সুজা) অবসরজনিত বিদায়ী শিক্ষকদের অবসর জীবন সুস্বাস্থ্য ও স্বাচ্ছন্দময় কামনা করে বক্তব্য রাখেন। আলোচনা শেষে কলেজের প্রতিষ্ঠাতা মির্জা গোলাম হাফিজ সহ কলেজের সাথে সংশ্লিষ্ট থেকে যারা ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা, বর্তমানে যারা সংশ্লিষ্ট রয়েছেন এবং যারা অবসরে গেলেন তাদের সুস্বাস্থ্য,দীর্ঘায়ু কামনা সহ কলেজ প্রতিষ্ঠানটির উত্তোরোত্তর সফলতা কামনা করে দোয়া ও মোনাজান পরিচালনা করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সোলায়মান আলী। এসময় কলেজের সকল শিক্ষক-কর্মচারী,গভর্নিং বোডির সদস্য, অভিভাবক, অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষার্থী সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।