ঢাকাMonday , 27 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঘাটাইলে সীসা তৈরির কারখানা ধ্বংস করে দিলো ভ্রাম্যমান আদালত। 

Mahamudul Hasan Babu
January 27, 2025 3:07 pm
Link Copied!

রবিউল আলম বাদল ঘাটাল (টাঙ্গাইল )প্রতিনিধি:টাঙ্গাইলের  ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের মালিরচালা গ্রামে ২ টি  সীসা তৈরির কারখানা ধ্বংস করে দিলো ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ শারমিন ইসলাম ও টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মিয়া মাহমুদুল হক। সোমবার দুপুর ২টায় এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ শারমিন ইসলাম জানান উপজেলা সাগর দিঘী ইউনিয়নের মালিরচালা পাহাড়ি এলাকায় গাইবান্ধা এলাকা থেকে কিছু শ্রমিক দির্ঘদিন যাবৎ পুরাতন ব্যাটারী থেকে আগুনে পুড়িয়ে সীসা তৈরী ও বিক্রি করে আসছিল
যা পরিবেশের উপর হুমকি স্বরুপ। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করলে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শারমিন ইসলামের নেতৃত্বে  টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মিয়া মাহমুদুল হক, ফায়ারসার্ভিসের কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তার সমন্বয়ে দুটি সীসা কারখানায় এস্কেভেটের দিয়ে গুড়িয়ে দেয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ শারমিন ইসলাম জানান বণ পরিবেশ রক্ষায় এ ধরনের  অভিযান  অব্যাহত থাকবে।