মো: তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতাঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী ও কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কাল্ব) এর ১৬ তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ সফিকুল ইসলাম। কাল্ব এর উপজেলা ব্যবস্থাপক সিমানা আকতার এক সাক্ষাৎকারে জানায়, সমবায় রেজিঃ নং- ৫৩/০৪, কাল্ব সদস্য নং- ৫৪৩ এর আওতায় বীরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সফিকুল ইসলাম ও সেক্রেটারি শরিফুল ইসলাম এর আবেদনের প্রেক্ষিতে উপজেলা সমবায় অফিসার ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ আহাদ আলী মন্ডল এ তফসিল ঘোষণা করেন। তফশিল অনুযায়ী জানা যায়, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি, ট্রেজারার ও ডিরেক্টর এর ৫ পদে ২৬ ও ২৭ জানুয়ারি মনোনয়নপত্র বিক্রয়, ২৮ জানুয়ারি মনোনয়নপত্র দাখিল, ২৯ জানুয়ারি যাচাই-বাছাই, ৯ ফেব্রুয়ারি প্রার্থিতা চূড়ান্ত তালিকা প্রকাশ, ১১ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ আহাদ আলী মন্ডল জানায়, ঘোষণা অনুযায়ী আগামী ২২ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত বীরগঞ্জ কবি নজরুল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ভোটগ্রহণ ও সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ১২৭৭ জন ভোটার তাদের ভোট প্রদান করতে পারবেন। তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেছেন