চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁওয়ে কারখানার সামনে জুয়া খেলতে গিয়ে ধরা ৫ জুয়াড়ি পুলিশের হাতে আটক হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে জুয়ার খেলার সরঞ্জামসহ নগদ টাকা জব্দ করা হয়। মঙ্গলবার সকাল ৫টার দিকে চান্দগাঁওয়ের বরিশাল বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মো. হান্নান মিয়া (৩৫), আব্দুল সালাম (৪৮), মো. আরিফ (১৯), আবুল কালাম (২৮) এবং মো. হামিদুর রহমান (৩৬)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ময়দার মিলের সামনের একটি খোলা জায়গায় কয়েকজন মিলে জুয়া খেলছিল। পরে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।