ঢাকাTuesday , 28 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরের ডাসারে ফসলি জমির মাটি কাটার প্রতিবাদে বিক্ষোভ

Mahamudul Hasan Babu
January 28, 2025 1:19 pm
Link Copied!

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরের ডাসারে ফসলি জমির মাটি কাটার প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয় কুষকরা। কৃষকদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী ব্যাক্তি রাতে ও দিনে ফসলি জমি কেটে ঘের তৈরীর পায়তারা করছে। এ বিষয় নিয়ে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। আজ মঙ্গলবার সকালে এ তথ্য জানান ইউপি সদস্য মো. দেলোয়ার আকন। সম্প্রতি রাতের আধারে বালিগ্রাম ইউনিয়নের বাঘরিয়া গ্রামের মৃত মিলন খার ছেলে বাবুল খা ভেকু দিয়ে মাটি কাটা শুরু করে এ সংবাদ রাতেই গ্রামের কৃষকদের মধ্যে ছড়িয়ে পড়ে। তখন কয়েকশ কৃষক মাটি কাটা বন্ধ করতে জমিতে আসেন। এ সময় উত্তেজনা ছরিয়ে পড়ে। ডসার থানা পুলিশ সংবাদ পেয়ে রাতেই ফসলি জমির মাটি কাট্রওনা বন্ধ করে দেন। কয়েক দিন মাটি কাটা বন্ধ থাকলেও নতুন করে আবার মাটি কাটার পায়তারা করছে এ প্রভাবশালী ব্যাক্তি। এ ঘটনায় সোমবার সকালে স্থানীয় কৃষকরা বাঘরিয়া গ্রামের ফসলি জমির মাটি কাটা স্থায়ী ভাবে বন্ধ কারর জন্য বিক্ষোভ করে।
গ্রামের বাসিন্দা মোকছেদ সরদার বলেন, ফসলি জমি জোর করে মাটি কেটে ঘের বানাতে চাচ্ছে বাবুল খা। ঘের বানালে আমাদের সমস্ত জমি গুলি পানিতে তলিয়ে আমাদের ফসল পচে যাবে আমরা মারা পড়বো।
কৃষক ছোলেমান খা বলেন, আমরা কৃষিকাজ করে খাই। আমাদের আর কোনো উপায় নেই। আমাদের ফসলি জমি নষ্ট হলে পথে বসতে হবে। সরকারের কাছে আমরা মাটি কাটা বন্ধের দাবি জানাই।
ইউপি সদস্য মো. দেলোয়ার আকন বলেন, তারা টাকার জোরে শত শত কৃষকের ক্ষতি করার চেষ্ঠা করছে। আমি এর প্রতিবাদ জানাই।
অভিযুক্ত বাবুল খার সাথে যোগায়োগ করতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে চাচা কুদ্দুস খান বলেন, আমাদের জমিতে আমরা মাটি কাটি ওদের কি?
বালিগ্রাম ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, ঘের কাটা নিয়ে গ্রামের মধ্যে অনেক দিন ধরে উত্তেজনা চলছে। ইউএনও স্যারের মাধ্যমে এ ঘটনার মিমাংসা করার চেষ্ঠা করা হবে।