চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি যুবলীগ নেতা মো. সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি থানাধীন রিয়াজউদ্দিন বাজার থেকে তাকে গ্রেফতার করে সাতকানিয়া থানায় সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম সাতকানিয়ার আমিলাইশ ইউনিয়নের দক্ষিণ হিলমিলি এলাকার আমিন শরীফ এর ছেলে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, সাইফুল ইসলাম ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি। আজ (মঙ্গলবার) সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হবে।