চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়া উপজেলার ১৫নং ছনহরা ইউনিয়নের বরিয়া গ্রামের বাসিন্দা সুধীর দাশ অদ্য ২৮ জানুয়ারী মঙ্গলবার ভোর রাত ৪টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসন্তানসহ, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান। দুপুরে দৈনিক পূর্বকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক অনিক দাশের কাকা সুধীর দাশের শেষকৃত্য অনুষ্ঠানের পর নিজ গ্রামের পারিবারিক শশ্মানে তাকে সমাধিস্থ করা হয়।