ঢাকাWednesday , 29 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ছাত্র আন্দোলনে নিহত সুমনের লাশ কবর থেকে উত্তোলন

Mahamudul Hasan Babu
January 29, 2025 1:39 pm
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিতে নিহত পঞ্চগড়ের সুমন ইসলামের (২১) লাশ আদালতের নির্দেশে কবর থেকে তোলা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদের উপস্থিতিতে প্রায় ছয় মাস পর বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের আমিন নগর, বকশীগঞ্জ করবস্থান থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। মরদেহ উত্তোলনের সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এসময় পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। লাশ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদ।  নিহত সুমন ইসলাম উপজেলার সাকোয়া ইউনিয়নের আমিননগর বকশগিঞ্জ গ্রামের আব্দুল হামিদের ছেলে। নিহতের বড় বোন মনিজা বেগম বলেন, গত ৫ আগস্ট সাভারে আশুলিয়া ছাত্র আন্দোলনে আওয়ামী সন্ত্রসীদের ছোড়া গুলিতে আমার ছোটভাই সুমন ইসলাম গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ আগস্ট মৃত্যু বরন করেন।  মৃত্যুর ঘটনায় গত ৫ সেপ্টেম্বর আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন সুমন ইসলামের মাতা কাজলী বেগম। মামলা নং ০৮ তারিখ ০৫/০৯/২০২৪। সেই মামলায় তদন্তের জন্য সুমন ইসলামের লাশ তোলা হয়েছে। ময়নাতদন্ত শেষে আবার দাফন করা হবে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন মরদেহ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, মামলার তদন্তকারী কর্মকর্তা সহ আমরা মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলাম। ময়নাতদন্ত শেষে আবারো মরদেহ দাফন করা হবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সাভারের আশুলিয়া থানাধীন বাইপাইল মোড়ে আরএমএসটি টাওয়ারের সামনে ছাত্র বিক্ষোভে যোগ দেন সুমন ইসলাম। গুলিবিদ্ধ হলে চিকিৎসাধনি অবস্থায় ঢাকা মেডিকেলে মারা যান। পরে তার লাশ ময়নাতদন্ত ছাড়াই আমিন নগর বকশীগঞ্জ করবস্থানে দাফন করা হয়।