মাদারীপুর প্রতিনিধি :তারুন্যের উৎসব উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রায় দুই শতাধীক তরুন যুবকদের অংশ গ্রহনে উপজেলা চত্বর থেকে সমিতিরহাট পর্যন্ত (আট কিলোমিটার) এ ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ এ দৌড় উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন মো. নাজিম, রাইছান পাভেল, রায়হান, মাজহারুল, সাকিবাল, সিফাত, সুদিপ্ত, সুখেন, দোলাত, আশরাফুল, ফাহিম, রাতুল, সিয়াম, রাব্বি, হামিম, আহাদ ও সন্দীপ প্রমুখ।