ঢাকাFriday , 31 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঘাটাইলে বনের জমি উদ্ধার‌ করতে গেলে বন কর্মকর্তা কর্মচারীদের আটক করে মাইরধর

Mahamudul Hasan Babu
January 31, 2025 1:43 pm
Link Copied!

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ-টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সদর বন বিটের আওতাধীন আষাড়িয়া চালা অবৈধ দখলে থাকা বন বিভাগের জমি উদ্ধার করতে গিয়ে বন বিভাগ ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৯ বন কর্মকর্তা। বৃস্পতিবার(৩০ জানুয়ারী)  সকাল ৯টায় এ ঘটনা ঘটে। গ্রামবাসী মসজিদে মাইক মেরে বন কর্মকর্তাদের মাদ্রসার ভিতরে আটক করে মাইরধর করে।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) সাবরিন আক্তার সহ আইন শৃংলাকারী রক্ষাকারী বাহিনী গিয়ে আহত বন কর্মকর্তা-কর্মচারীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
সংঘর্ষে আহত আট বন কর্মকর্তা-কর্মচারী টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন ধলাপাড়া সদর বিট অফিসার আ. কুদ্দুছ, ফরেস্ট গার্ড আশরাফুল ইসলাম, মাসুদ এবং শরিফ মিয়া টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।অপরদিকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন ফরেস্ট গার্ড জাহাঙ্গীর, গালিভ, আবু বকর ও মালি হান্নান।
 ঘাটাইল ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মোঃ ওয়াদুদুর রহমান ও এলাকাবাসী জানান বৃহস্পতিবার দুপুরে উপজেলা আশারিয়াচালা, দিঘুলিয়া চালা বনবিভাগের জায়গায় নতুন ভবনের নির্মাণকাজ চলাকালে ধলাপাড়া সদর বন বিট কর্মকর্তা আব্দুল কুদ্দুসের নেতৃত্বে বন বিভাগের ৮ স্টাফ নির্মাণ কাজ বন্ধের জন্য যান। সেসময়  গ্রামবাসী মাইকে ঘোষণা দিলে এলাকার মানুষ একত্রিত হয়ে তাদের ওপর হামলা করে।
আশারিয়া চালা এলাকার বাসিন্দা ব্যবসায়ী রুহুল আমিন বলেন, মাদিনাতুল উলুম রহমানিয়া নামক একটি মাদ্রাসা বন বিভাগের মৌখিক অনুমতি নিয়ে ভবনের নির্মাণ কাজ শুরু করেন। বৃহস্পতিবার নির্মাণাধীন সেই ভবন উচ্ছেদ করতে গিয়ে জনরোষের শিকার হন তারা।
ধলাপাড়া  রেঞ্জ কর্মকর্তা ওয়াদুদুর রহমান জানান বন বিভাগ তার দায়িত্ব পালন করবে এটাই স্বাভাবিক। কিন্তু এ ভাবে বন কর্মকর্তা কর্মচারীদের (কাজে বাধা) দিয়ে আটক করে মারধর করবে এটা মোটেই ঠিক হয়নি।
ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ( ওসি) রকিবুল ইসলাম বলেন, বনের জমিতে উচ্ছেদ করতে গিয়ে বনবিভাগের কর্মকর্তারা মারধরের শিকার হন। খবর পেয়ে আমরা তাদের উদ্ধার করি।