ঢাকাSaturday , 1 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বন কর্মকর্তাদের পিটিয়ে আহতর ঘটনায় থানায় মামলা , আটক ১

Mahamudul Hasan Babu
February 1, 2025 9:07 am
Link Copied!

রবিউল আলম বাদল  ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধি:অবৈধ দখলে থাকা বন বিভাগের জমি উদ্ধার করতে গিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পিটিয়ে আহতর ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ মামলায় ঘাটাইল থানা পুলিশ একজনকে আটক করেছে।
ধলাপাড়া বিট কর্মকর্তা আব্দুল কুদ্দুস বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আড়াইশো জনের নামে এই মামলা দায়ের করেন (মামলা নং ১৬/ ৩১-০১-২০২৫)।
মামলার এজাহার থেকে জানা যায়, ঘাটাইল সদর বিটের আওতাধীন ধলাপাড়া ইউনিয়নের আষাড়িয়া চালা এলাকায় বৃহস্পতিবার অবৈধ দখলে থাকা বন বিভাগের জমি উদ্ধার করতে গেলে স্থানীয় বাসিন্দারা মাইকিং করে একত্রিত হয়ে বন বিভাগের কর্মকর্তাদের পিটিয়ে আহত করে। এ ঘটনায় মারাত্মক আহত হয়ে চার বন কর্মকর্তা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এবং পাঁচ কর্মকর্তা কর্মচারী ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বর্তমানে এলাকার  আতঙ্ক বিরাজ করছে।
ঘাটাইল থানা পুলিশ জানায়, ধলাপাড়া বিট কর্মকর্তা আব্দুল কুদ্দুস বাদী হয়ে মামলা দায়েরের পর মামলার এজাহারভুক্ত ছয় নম্বর আসামী আজিজ তালুকদারের ছেলে ওসমান গনিকে আটক করা হয়েছে। পরে আজ শনিবার তাকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম বলেন, বনের জমিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গিয়ে বনবিভাগের কর্মকর্তারা জনরোষের শিকার হন। খবর পেয়ে আমরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। মামলার আসামিদের মধ্যে একজনকে আটক করা হয়েছে, অন্যান্যদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে তিনি জানান।