ঢাকাSunday , 2 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের মিষ্টি বিতরণ

Mahamudul Hasan Babu
February 2, 2025 11:52 am
Link Copied!

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি :স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষনা করায় পঞ্চগড়ের আটোয়ারীতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা ইউএনও সহ উপজেলা শিক্ষা অফিসারের দপ্তরে গিয়ে ফুলেল শুভেচ্ছাসহ মিষ্টি বিতরণ করেছেন। উপজেলার ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা রোববার ( ২ ফেব্রুয়ারি) সকালে প্রথমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান এর অফিস কক্ষে গিয়ে ইবতেদায়ি মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষনার বিষয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ইউএনও কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও মিষ্টি খাওয়ান। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান ও উপজেলা শিক্ষা অফিসার মাসুদ হাসান এর অফিসে গিয়ে পৃথক পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ করা হয়। উপজেলার বলরামপুর ইউনিয়নের চুচুলি স্বতন্ত্র এইবতেদায়ি মাদরাসার প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে আলোয়াখোয়া ইউনিয়নের বেলালঅ পল্লী স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার প্রধান শিক্ষক মোঃ আল আমিন, রাধানগর ইউনিয়নের কিসমত রসেয়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার প্রধান শিক্ষক মোঃ তবারক আলী সহ অন্যান্য সহকারী শিক্ষকরা এসময় উপস্থিত ছিলেন। নেতৃত্বদানকারী প্রধান শিক্ষকগণ জানান, গত ১৯ জানুয়ারি থেকে রাজধানীর প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে শিক্ষকরা জানিয়েছিলেন, ১৫ হাজার মাদরাসার ৭৫ হাজার শিক্ষক বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। প্রাথমিক বিদ্যালয়ের মতো সারা দেশের স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো জাতীয়করণের দাবীতে বছরের পর বছর আন্দোলন করে আসছেন শিক্ষকরা। তাদের দাবী, প্রাথমিক বিদ্যালয়ের নীতিমালা মেনে শিক্ষা কার্যক্রম চালানো হলেও কোনো ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ করা হয়নি। যত দ্রুত সম্ভব মাদরাসাগুলো জাতীয়করণ করতে হবে। পরে ২৬ জানুয়ারি প্রেসক্লাব থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষনা করেছিলেন আন্দোলনৈরত শিক্ষকরা। তবে জাতীয় প্রেসক্লাব থেকে ঢাকা বিশ^বিদ্যালয়ের ভেতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌছালে পুলিশের বাধার মুখে পড়ের তারা। ২৭ জানুয়ারি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন আন্দোলনরত শিক্ষকরা। ২৮ জানুয়ারি সকাল থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। বিষয়টি নিয়ে ২৮ জানুয়ারি সচিবালয়ে বৈঠক শেষে বিকেল ৪টার দিকে প্রকাশ করা হয় যে, আন্দোলনকারী শিক্ষকদের দাবী শিক্ষা মন্ত্রণালয মেনে নিয়েছে। মাদরাসা শিক্ষা বোর্ডের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ঘোষনায় আনন্দে আটোয়ারী উপজেলার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকরা ইউএনও এবং উপজেলা শিক্ষা অফিসারদের মাঝে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ করেছেন।