দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ উৎসবমুখর পরিবেশে রুহিয়া থানা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
১ফেব্রুয়ারি (শনিবার)দিনব্যাপী পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার রওশনপুর কাজী এন্ড কাজি টি এস্টেট রিসোর্টে রুহিয়া থানা প্রেসক্লাবের সাংবাদিক ও তাঁদের পরিবার-পরিজনদের নিয়ে নান্দনিক সৌন্দর্য ও মহানন্দা নদী দিন ব্যাপি আমেজ উৎসবের মধ্য দিয়ে এ বনভোজন অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী আয়োজিত বনভোজনের কর্মকান্ডের মধ্যে ছিলো শুভেচ্ছা বিনিময়, আড্ডা, মহিলাদের শখি বলটি ধর , ছোট ছোট ছেলে মেয়েদের হাতি উড়ে পাখি উড়ে প্রতিযোগীতা, র্যাফেল ড্র সহ নানা আয়োজন। সেই সাথে ছিলো সকালের নাস্তা, দুপুরে মধ্যাহ্ন ভোজ আর বিকেলে চায়ের সাথে মিষ্টান্ন আড্ডা। আরো ছিলো আকর্ষণীয় র্যাফল ড্র ।
রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মো: মজহারুল ইসলাম বাদলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আপেল মাহমুদের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রুহিয়া থানা প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুল হক, প্রেসক্লাবের সদস্য ও গিন্নী দেবী মহিলা কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, রুহিয়া থানা প্রেসক্লাবের সহ-সভাপতি মো: ফারুক হোসেন, সদস্য আলহাজ্ব ডা: ইব্রাহিম জামান, কোষাধক্ষ্য মোস্তাফিজুর রহমান আকাশ, কার্যকরী সদস্য মো: কুদরত আলী ,সদস্য রুবেল খান, আল মনসুর, দুলাল হক, মাসুদ হাসান, হুসাইন মো: আরমান জীবন, আহসান হাবিব রুবেল প্রমুখ।