আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় সরকারি স্বার্থ রক্ষার্থে শিমুলিয়া ইউনিয়নের নায়েব আবুল খায়েরের প্রতি স্থানীয়দের হুমকি ধামকি দেওয়ার অভিযোগ উঠেছে।
ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার ৩নং শিমুলিয়া ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামে আরএস ১৫৭৯নং দাগে সরকারি কিছু অংশ জলমহল হতে স্থানীয় কিছু স্বার্থান্বেষী মহলের লোকজন ঘন কুয়াশার মধ্যে, সোমবার (০৩ ফেব্রুয়ারী) রাতের শেষ প্রহরে মাছ ধরে নেওয়ার প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় বিষয়টি স্থানীয় নায়েব জানতে পেরে ঘটনাস্থলে পরিদর্শনে যান। এরপর পূর্বে থেকে ওত পেতে থাকা কিছু স্বার্থান্বেষী মহলের লোকজন নায়েবকে দেখামাত্রই অকথ্য ভাষায় গালিগালাজ ও বেঁধে রাখার হুমকি প্রদর্শন করছেন বলে জানা গেছে।
শিমুলিয়া ইউনিয়নের নায়েব আবুল খায়ের জানান, মাছ ধরার বিষয়ে আমি জানতে পেরে ঘটনাস্থলে আসলেই কিছু লোক গালিগালাজ সহ আমাকে বেঁধে রাখার হুমকি প্রদর্শন করছেন। আমি এসিল্যান্ড স্যারকে জানিয়েছি তিনি আসছেন।
সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সরওয়ার বলেন, হুমকি ধামকির কোন বিষয় না। নায়েব সমস্যা মনে করে আমাকে ঘটনাস্থলে ডেকে ছিলেন। আমি সেখানে গিয়েছিলাম।
উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার বলেন, আমি এসিল্যান্ডকে ব্যবস্থা নেয়ার জন্য বলছি।