আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের দাদা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার (রাখালদেবী) বাসিন্দা মোঃ তজির উদ্দীন নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ……….. রাজেউন)। আজ সোমবার (৩ ফেব্রুয়ারী) বিকেলে সারজিস আলম ফেসবুক স্ট্যাটাসে তার দাদার মৃত্যূর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ কিছুক্ষণ আগে আমার প্রাণপ্রিয় দাদা আমাদের সবাইকে ছেড়ে আল্লাহর জিম্মায় চলে গিয়েছেন। আমার প্রিয় দাদা … । সারজিসের বাবা মোঃ আকতারুজ্জামান সাজু বলেন, আমার বাবা অসুস্থ অবস্থায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। মৃত্যূকালে তার বয়স ৯৫ বছর। সারজিসের পারিবারিক সূত্রে জানাগেছে, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) বেলা ১১ ঘটিকায় নামাজে জানাযা শেষে বামনকুমারস্থ পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে। মরহুমের আত্বীয়-স্বজন, বন্ধু সহ ধর্মপ্রাণ মুসল্লীগনকে জানাযা ও দাফন কার্য্যে উপস্থিত থাকার জন্য মরহুমের পরিবার আহবান করেছেন।