আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের দাদা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার (রাখালদেবী) গ্রামের বাসিন্দা মোঃ তজির উদ্দীন(৮২) বার্ধক্যজনিত কারণে সোমবার (৩ ফেব্রুয়ারী) বেলা প্রায় ২:২৫মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় বামনকুমার রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ,আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী.বন্ধু-বান্ধব,শুভাকাঙ্খীসহ প্রায় দুই সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশগ্রহণ করেন। পরিবারের পক্ষ থেকে মরহুমের জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন, মরহুম তজির উদ্দীনের নাতি সারজিস আলম, মরহুমের বড় ছেলে রাজু ইসলাম ও মেঝো ছেলে আকতারুজ্জামান সাজু। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন কার্য সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ২কন্যা, নাতি-নাতনি , আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।