আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি :গাংনীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন মুকুল সেবা ও যুব সংঘের উদ্যোগে শীতার্ত এবতেদায়ী মাদ্রাসার শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গাংনী উপজেলার মানিকদিয়া এগারপাড়া এতিমখানায় শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে ছাত্রছাত্রীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে মাদ্রাসার ছাত্রছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা সমাজ সেবা অফিসার আরশাদ আলী। এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবা অফিসের হিসাব রক্ষক আব্দুল হান্নান, সংঘের সভাপতি আসাদুল্লাহ আহমেদ। সংঘের নির্বাহী পরিচালক মোহাঃ বদরুদ্দোজা, প্রতিষ্ঠান প্রধান সহ শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।