ঢাকাWednesday , 5 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে মরা গরুর মাংস বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

Mahamudul Hasan Babu
February 5, 2025 1:32 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে মরা গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে জাহাঙ্গীর আলম (৪৫) নামের এক মাংস বিক্রেতাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যজিস্ট্রেট।
মঙ্গলবার দিবাগত রাতে জেলার গাংনী বাজারের কসাইখানায় এ অভিযান পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গাংনী কসাইখানায় একটি মরা গরু জবাই করা হচ্ছে,এমন খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযুক্ত মাংস বিক্রেতা জাহাঙ্গীর আলম (৪৫) কে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় গাংনী থানা পুলিশের একটিদল উপস্থিত ছিল।
এদিকে, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।