ঢাকাThursday , 6 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের বিচারের দাবিতে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচী

Mahamudul Hasan Babu
February 6, 2025 1:00 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি:ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনমলে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকান্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে এবং জুলাই-আগষ্টের ছাত্র-জনতার গণঅভূত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পঞ্চগড়ে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মকবুলার রহমান সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে কলেজের শহীদ মিনার চত্বর থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি কলেজের প্রশাসনিক ভবন সড়ক দিয়ে অধ্যক্ষের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের যথাযথ বিচার ও তাদের শাস্তির দাবিতে কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের বরাবারে একটি স্মারকলিপি প্রদান করে ছাত্রদলের নেতাকর্মীরা।
মিছিলে জেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
পরে কলেজের মুলফটকের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, বিগত দিনে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের নানা সন্ত্রাসী কর্মকান্ড আমরা দেখেছি। কলেজ ক্যাম্পাসগুলোতে তাদের হাতে কোন শিক্ষার্থী নিরাপদ ছিলনা। গণ অভ্যূত্থানের পরে ছাত্রলীগ নিষিদ্ধ হলেও তারা বিভিন্ন ভবনের দেয়াল, সীমানা প্রচীরে দেয়াল লিখন করতেছে। নতুন করে তারা মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। অবিলম্বে ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনমলে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকান্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবি জানাই। সেই সাথে জুলাই-আগষ্টের ছাত্র-জনতার গণঅভূত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারী ছাত্রলীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। নতুন করে ছাত্রলীগ রাজপথে দাড়ানোর চেষ্টা করলে পঞ্চগড় ছাত্রদল তাদের কঠোর হস্তে দমন করবে।