ঢাকাThursday , 6 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

হাতীবান্ধায় জুঁই হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে মহাসড়ক অবরোধ

Mahamudul Hasan Babu
February 6, 2025 2:10 pm
Link Copied!

রবিউল ইসলাম লালমনিরহাট লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর এলাকায় জুঁই খাতুন (২২) কে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবীতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক ৩ ঘন্টাব্যাপী অবরোধ করেছেন এলাকাবাসী।
অভিযোগ সুত্রে জানাযায়, গত ৩০ জানুয়ারী রাত সাড়ে ৭ টার সময় উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর এলাকায় জুঁই খাতুন নামে এক গৃহবধুকে স্বামী কর্তৃক হত্যা করা হয়। গত ৩ বছর আগে একই উপজেলার সিংগিমারী ইউনিয়নের জাহেদুল ইসলামের মেয়ে জুই খাতুনের সাথে সানিয়াজান ইউনিয়নের নিজশেখ সুন্দর গ্রামের মমিকুল ইসলামের ছেলে আলী হোসেনের সাথে বিবাহ হয়। সংসার চলাকালীন সময়ে জুঁই খাতুনের সাথে তার স্বামী আলী হোসেনের বিভিন্ন সময় পারিবারিক বিষয় নিয়ে কলহ চলে। এরই মধ্যে গত ৩০ জানুয়ারী বিকেলে যৌতুকের টাকা দাবী করে আলী হোসেন তার স্ত্রীর সাথে কথাকাটাকাটি হয়। পরে সন্ধ্যা ৭.৩০ মিনিটে জুঁই খাতুনের স্বামীর বাড়ি থেকে জুই খাতুনের মৃত্যুর সংবাদ আসে । তবে পরিবারের পক্ষ থেকে দাবী করা হয় জুই খাতুনকে হত্যা করা হয়েছে। ওইদিন মরদেহ হাতীবান্ধা থানা পুলিশ উদ্ধার করে একটি ইউডি মামলা রুজু করে পোস্টমর্টেম করার জন্য লালমনিরহাট সিভিল সার্জন অফিসে পাঠায়। কিন্তু জুঁই খাতুনের পরিবারের দাবী পরিবারকে না জানিয়ে পুলিশের পক্ষ থেকে ইউডি মামলা করা হয়েছে। যা হত্যাকারীকে সহায়তার সামিল। ওই ইউডি মামলা বাতিল ও আসামীকে গ্রেফতারের দাবীতে বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলা চত্বরের সামনে প্রায় ৫ শতাধিক নারী পুরুষ মানববন্ধন করেন। এবং  পরে মহাসড়ক অবরোধ করেন। প্রায় ৩ ঘন্টা পর উপজেলা নির্বাহী অফিসার শামীম মিয়া, সহকারি কমিশনার( ভুমি) দুলাল হোসেন ও ওসি তদন্ত মামুনুর রশিদ মানববন্ধন স্থলে এসে আসামীকে গ্রেফতার ও ন্যয় বিচার পাওয়ার আশ্বাস দিলে অবোরধ প্রত্যাহার করে নেন অবরোধকারীরা।