ঢাকাThursday , 6 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিছিল ও সমাবেশ

Mahamudul Hasan Babu
February 6, 2025 3:20 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিছিল ও সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে মেহেরপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি সোহেল রানা ডলার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আব্দুস সালাম,পৌর শিবিরের সভাপতি আবু রায়হান, মুজিবনগর উপজেলা শিবিরের সভাপতি আবু তালহা প্রমুখ।

এদিকে এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিছিল বের করা হয়। মেহেরপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে মিছিলটি শহরের কোর্ট চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে মেহেরপুর কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক জেলা সভাপতি সাব্বির আহমেদ, সদর উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক তুহিন রানা, গাংনী উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি শিহাব আলী, সাধারণ সম্পাদক আল জাবির, মুজিবনগর সভাপতি  আবু তালহা, সাধারণ সম্পাদক অনিক হোসেন, মেহেরপুর পৌর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক খালিদ হোসেনসহ জেলা ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।