ঢাকাThursday , 6 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রকারি কলেজের অধ্যক্ষের নিকট স্মারকলিপি 

Mahamudul Hasan Babu
February 6, 2025 3:16 pm
Link Copied!

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ জেলার পলাশবাড়ীতে অধ্যক্ষের নিকট ছাত্রদলের পক্ষে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হামিদ কালিম এর হাতে এ স্মারকলিপি তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ও স্মারকলিপি সূত্রে জানা যায়, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে পলাশবাড়ী সরকারি কলেজে ছাত্রলীগের সন্ত্রাসীদের কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার করে সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করতে এবং ফ্যাসিস্ট আওয়ামী দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের দাবীতে অধ্যক্ষ বরাবর এ স্মারকলিপি প্রদান করেছে কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
এসময় পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক শাহজাহান সরকার ,সদস্য সচিব মাজেদুল কবির মাজেদ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সেলিম, ছাত্রদল নেতা মারুফ, রাহেন, প্রান্ত, দুখু, মোবাসির,তানিন,নূর মোহাম্মদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।