ঢাকাFriday , 7 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে মহিলার মস্তকবিহীন লাশ উদ্ধার

Mahamudul Hasan Babu
February 7, 2025 1:37 pm
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে দেলোয়ারা বেগম (৩৫) নামে এক মহিলার মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে চতরা ইউপি’র বড় বদনা পাড়া গ্রামের পুর্বপাড়ার শাহারুলের মরিচের ক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়। সে গাইবান্দার গোবিন্দগঞ্জ উপজেলার দিলালপুর গ্রামের রবিউল ইসলামের কন্যা বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার সকাল ৭টার দিকে বড় বদনা পাড়ার শাহারুলের স্ত্রী রওশনারা বেগম মরিচ তুলতে ওই ক্ষেতে যায়। এ সময় মস্তকহীন এক নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখে চিৎকার চেঁচামেচি করতে থাকে। এতে গ্রামের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মস্তকবিহীন লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওসি এমএ ফারুক জানান, লাশের পরিচয় মিললেও এখনও মাথা খুঁজে পাওয়া যায়নি। হত্যাকান্ডের রহস্যও জানা যায়নি। মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পরেনি পুলিশ।