ঠাকুরগাঁও প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদ।
শনিবার বিকালে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের সহযোগিতায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ৫ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এসময় মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদের সহ সভাপতি আনিসুল হক চৌধুরী, মোদ্দাসের হোসেন ও সহ-সাধারন সম্পাদক মামুনুর রশিদ,সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম রোমান ও যমুনা ব্যাংকের ঠাকুরগাঁও শাখার ম্যানেজার মোস্তাহারুল ইসলাম মন্জু সহ স্মৃতি পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,পরিষদের পক্ষ থেকে নানা ধরনের সমাজ উন্নয়নের কাজের পাশাপাশি মানবিক কাজ করা হয়ে থাকে। এরই অংশ হিসেবে আজকে শীতার্তদের উষ্ণতা পৌঁছে দিতে এমন আয়োজন করা হয়েছে।