ঢাকাSaturday , 8 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রূপসায় ১০ দলীয় সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

Mahamudul Hasan Babu
February 8, 2025 1:42 pm
Link Copied!

রূপসা প্রতিনিধিঃ রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের গিলাতলা শহীদ স্মৃতি সংঘ  আয়োজিত ১০ দলীয় শর্ট পিস সিক্স  এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৮ ফেব্রুয়ারি বিকালে গিলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় দক্ষিণ খাজাডাঙ্গা ক্রিকেট একাডেমী এবং তালতলা ক্রিকেট একাডেমি অংশগ্রহণ করে । খেলার শুরুতে দক্ষিণ খাজাডাঙ্গা ক্রিকেট একাডেমী ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১০১ রান সংগ্রহ করে।  জবাবে ২ উইকেট এর বিনিময়ে তালতলা ক্রিকেট একাডেমী ১০৪ রান সংগ্রহ  করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।  খেলায় ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় বিজেতা দলের আরিয়াত। খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপসা উপজেলা শাখার আমির মাওলানা লবিবুল  ইসলাম,  উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা হাবিবুল্লাহ ইমন, টিএসবি ইউনিয়ন  শাখার  আমির প্রভাষক মোঃ আসাদুজ্জামান,  বিশিষ্ট সমাজসেবক সাবেক শিক্ষা কর্মকর্তা কমলেশ সিংহ, টিএসবি ইউনিয়ন জামায়াতে  ইসলামীর সেক্রেটারি গোলাম রাসুল, মানসা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ নুর আলম শেখ। টিএসবি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ শাফিয়ার রহমানের সভাপতিত্বে এবং জামাত নেতা তামিম বাদশার পরিচালনায় বক্তৃতা করেন জামায়াত নেতা শেখ মিজানুর রহমান,  হাফেজ সাইফুল ইসলাম,  সমাজ সেবক নাঈমুজামান সাংবাদিক আখতার খান , জামায়াত নেতা ইব্রাহিম খলিল ফারুকী,  সমাজসেবক বিকাশ কুমার পাল প্রমূখ।