এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুলগাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন দিনাজপুর জেলার বিরল উপজেলার ফুল চাষীরা।
দিনাজপুর জেলায় ফুলের চাহিদা মেটাতে যশোর কুষ্টিয়াসহ অন্যন্য জেলা থেকে ফুল আমদানী করা হয়। গত কয়েক বছর ধরে স্থানীয় ফুল চাষীরা ফুলের ভালো দাম পাওয়ায় অন্যান্যরাও ফুল চাষে আগ্রহী হয়ে উঠছেন। ফুল চাষ বাড়লে আমদানী নির্ভরতা কমবে। ফুল চাষীদের সব ধরনের সহায়তা করে আসছে স্থানীয় কৃষি অফিস। দিনাজপুর জেলায় হাতে গোনা যে ক”জন ফুলচাষী রয়েছেন বিরলের ফুল চাষী উল্লেখযোগ্য। উপজেলার কাজিপাড়া গ্রামেই রয়েছেন তিন জন ফুলচাষী। তারা এক থেকে দেড় বছর আগে বানিজ্যিক ভাবে ফুলের চাষ শুরু করে। এ বছর সেই চাষিদের বাগানে ফুলের ফলন আশানরূপ হওয়ায় অন্যান্যরা ফুল চাষে আগ্রহী হচ্ছে। তাদের বাগানে এবার বিশেষ করে গোলাপ, রজনীগন্ধা ও গাদা ফুলের চাষ হয়েছে। এই বাগান থেকে এরই মধ্যে ফুল সংগ্রহ শুরু করেছেন চাষীরা। দাম ভালো পাওয়ায় তারা বেশ খুশি। সারা বছর ফুলের চাহিদা কিছুটা থাকলেও ফেব্রæয়ারী মাসে এর চাহিদা থাকে অনেক বেশি। ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ফুল চাষীরা বর্তমানে ফুল গাছ পরিচর্যায় বেশ ব্যস্ত সময় পার করছেন। এবার আশানরূপ লাভ হলে আগামীতে ফুল চাষের পরিসর আরো বৃদ্ধি পাবে বলে মনে করছেন অনেকে। কাজিপাড়া গ্রামের ফুল চাষী সুলতান বলেন, অন্যান্য ফসলের চেয়ে ফুল চাষে অনেক লাভ রয়েছে। কয়েক বছর ধরে ফুলের আবাদ করে আসছি কোনদিন লসের মুখ দেখিনি। তাই এই ফুল চাষ আরো ব্যাপকভাবে করার চিন্তা রয়েছে।
তার ফুল বাগান দেখতে অনেকেই ভীড় করেন প্রতিনিয়ত। এছাড়াও এই বাগানে নিয়োজিত রয়েছেন বেশ কয়েক জন কৃষি শ্রমিক। বিরল উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম জানান, এই অঞ্চলের মাটি ফুল চাষে ব্যপক সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে ফুল চাষ করে অনেকে লাভবান হচ্ছেন। আমরা ফুল চাষ করতে কৃষকদের সকল প্রকার পরামর্শ দিয়ে আসছি।
দিনাজপুর জেলায় ফুলের চাহিদা মেটাতে যশোর কুষ্টিয়াসহ অন্যন্য জেলা থেকে ফুল আমদানী করা হয়। গত কয়েক বছর ধরে স্থানীয় ফুল চাষীরা ফুলের ভালো দাম পাওয়ায় অন্যান্যরাও ফুল চাষে আগ্রহী হয়ে উঠছেন। ফুল চাষ বাড়লে আমদানী নির্ভরতা কমবে। ফুল চাষীদের সব ধরনের সহায়তা করে আসছে স্থানীয় কৃষি অফিস। দিনাজপুর জেলায় হাতে গোনা যে ক”জন ফুলচাষী রয়েছেন বিরলের ফুল চাষী উল্লেখযোগ্য। উপজেলার কাজিপাড়া গ্রামেই রয়েছেন তিন জন ফুলচাষী। তারা এক থেকে দেড় বছর আগে বানিজ্যিক ভাবে ফুলের চাষ শুরু করে। এ বছর সেই চাষিদের বাগানে ফুলের ফলন আশানরূপ হওয়ায় অন্যান্যরা ফুল চাষে আগ্রহী হচ্ছে। তাদের বাগানে এবার বিশেষ করে গোলাপ, রজনীগন্ধা ও গাদা ফুলের চাষ হয়েছে। এই বাগান থেকে এরই মধ্যে ফুল সংগ্রহ শুরু করেছেন চাষীরা। দাম ভালো পাওয়ায় তারা বেশ খুশি। সারা বছর ফুলের চাহিদা কিছুটা থাকলেও ফেব্রæয়ারী মাসে এর চাহিদা থাকে অনেক বেশি। ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ফুল চাষীরা বর্তমানে ফুল গাছ পরিচর্যায় বেশ ব্যস্ত সময় পার করছেন। এবার আশানরূপ লাভ হলে আগামীতে ফুল চাষের পরিসর আরো বৃদ্ধি পাবে বলে মনে করছেন অনেকে। কাজিপাড়া গ্রামের ফুল চাষী সুলতান বলেন, অন্যান্য ফসলের চেয়ে ফুল চাষে অনেক লাভ রয়েছে। কয়েক বছর ধরে ফুলের আবাদ করে আসছি কোনদিন লসের মুখ দেখিনি। তাই এই ফুল চাষ আরো ব্যাপকভাবে করার চিন্তা রয়েছে।
তার ফুল বাগান দেখতে অনেকেই ভীড় করেন প্রতিনিয়ত। এছাড়াও এই বাগানে নিয়োজিত রয়েছেন বেশ কয়েক জন কৃষি শ্রমিক। বিরল উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম জানান, এই অঞ্চলের মাটি ফুল চাষে ব্যপক সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে ফুল চাষ করে অনেকে লাভবান হচ্ছেন। আমরা ফুল চাষ করতে কৃষকদের সকল প্রকার পরামর্শ দিয়ে আসছি।