মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৩নং আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল হক (৭০) অসুস্থ্য ও বার্ধক্যজনিত কারণে শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা প্রায় আড়াই টার দিকে ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন-( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী , ৫পুত্র ও ২ কন্যাসন্তান,নাতি-নাতনি, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। রোববার ( ৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টার সময় মরহুমের বাড়ী সংলগ্ন বামনকুমার ঢুসমারা মাদরাসা মাঠে রাস্ট্রের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান উপস্থিত থেকে এবং আটোয়ারী থানার পুলিশ অফিসার সহ একদল পুলিশ ফোর্সের অংশ গ্রহণে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে রাস্ট্রের পক্ষ থেকে ও মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আজিজুল হককে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে ওই মাদরাসা মাঠে মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। তার মুক্তিযোদ্ধা গেজেট নং- ৭৫৮, লাল মুক্তিবার্তা নং- ০৩০৯০৩০০৭৭।