ঢাকাSunday , 9 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনী সরকারী কলেজের অধ্যক্ষের নামে জমি জালিয়াতির অভিযোগ। ক্রয়কৃত রেকর্ডীয় সম্পত্তি ভূয়া দলিলে জবরদখল। আদালতে মামলা

Mahamudul Hasan Babu
February 9, 2025 1:52 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : গাংনী সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও সেক্রেটারীর নামে জমি জালিয়াতির অভিযোগ উঠেছে। ক্রয়কৃত মালিকানা এবং আর এস রেকর্ডকৃত সম্পত্তি জবরদখল করে স্থাপনা করেছে বলে অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, মেহেরপুর সাব রেজিষ্ট্রার অফিসের ইং ৭/৯/৮৩ তারিখের ৬৩৬৩/৮৩ ও ৬৩৬৯/৮৩ নং দলিল দুটি জাল বেআইনী, পণবিহীন ভূয়া দানপত্র দলিল এবং বাদীগণের উপর বাধ্যকর নহে তনমর্মে প্রচার মূলক ডিক্রী প্রার্থনায় নালিশ করেছে। এনিয়ে মেহেরপুর মোকাম যুগ্ম জেলা জজ ২য় আদালতে জমির প্রকৃত মালিক গাংনী উপজেলার পৌরসভার ৩ নং ওয়ার্ড চৌগাছা গ্রামের মৃত আওলাদ হোসেনের ছেলে জাকির হোসেন ওরফে জাকিরুল এবং জহির হোসেন বাদী হয়ে দেওয়ানী আদালতে মামলা দায়ের করেন। যার মামলা নং-২৮/২০১৬। জমির মালিকানা থাকলেও বাদী ছেলেদের নাবালক পরিচয় দিয়ে তার বাবা আওলাদ হোসেন তৎকালীন গাংনী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও কলেজ পরিচালনা কমিটির সেক্রেটারীর নামে অভিভাবক সেজে অবৈধ ভূয়া দলিলে দানপত্র রেজিষ্ট্রি করে দেন।
বাদীগণের নালিশের বর্ণনামতে, অত্র আদালতের এলাকাধীন জেলা মেহেরপুর কালেক্টারীর উপজেলা গাংনীর অন্তর্গত ৪২/৪৬ নং মৌজা চৌগাছা বর্তমানে বাংলাদেশ সরকার সেরেস্তোয় এস এ ৯০ খতিয়ানে হাফিজ উদ্দীন বিশ্বাসের নামে ক তপশীল লিখিত ২৯৪৫ দাগে ২.৪৩ একর জমিসহ ৬.৭৮ একর জমি বাবদ ১ টি জমা প্রচলিত থাকে। হাফিজ উদ্দীন বিশ্বাস উক্ত জমি জমা ভোগদখল করা কালে মারা গেলে তার ছেলে সিরাজুল ইসলাম মিনটু ওয়ারিশ থাকে। পরবর্তীতে প্রয়োজনে জমি বিক্রয় করার ঘোষনা দিলে ১ নং বাদী জাকির হোসেন ওরফে জাকিরুল ও ২ নং বাদী জহির হোসেনের নামে তার পিতা আওলাদ হোসেন উপযুক্ত মূল্য দিয়ে খরিদ করেন। এসময় এস এ ২৯৪৫ দাগে ২.৪৩ একর এর মধ্যে ১.৪৩৫০ একর জমি ইং ২২/১১/৭৬ তারিখে মেহেরপুর সাব রেজিষ্ট্রী অফিসে সম্পাদিত ও রেজিস্ট্রীকৃত ৯৭৫০ নং দলিলে ৪৮ একর , ৯৭৫১ নং দলিলে .৪৮ একর এবং ৯৭৫২ নং দলিলে .৪৭৫০ একর জমি বিক্রয করলে ৩ ভাইয়ের নামে স্বত্ববান হয়। কিন্তু সে সময় ছোট ভাই নাবালক হওয়ার কারনে পিতা আওলাদ হোসেন নিজ দখলে রাখেন। ভোগদখল রাখার একপর্যায়ে আরএস রেকর্ড আরম্ভ হয়। তখন ৩ ভাইয়ের নামে জমি রেকর্ড হলে খাজনা.কর পরিশোধ সাপেক্ষে পৃথক পৃথক হোল্ডিংও হয়ে যায়।
জমির ‘ক’ তপশীল নিম্নে উল্লেখ করা হলোঃ মেহেরপুরের গাংনী থানার ৪২/৪৬ নং মৌজা চৌগাছা হাফিজউদ্দীন বিশ্বাসের নামে এস এ ৯০ খতিয়ানে এবং বাদীগন ও ৩ নং বিবাদীর নামে আর এস ৮৮৬ খতিয়ানে প্রচলিত রয়েছে। উক্ত জমির পরিচয় ঃ খতিয়ান নং এস এ ৯০ আরএস ৮৮৬ দাগ নং এসএ/আর এস ২৯৪৫/৬৬৮১ শ্রেণি আউশ পরিমান ২,৪৩ একর এর মধ্যে ১,৪৩ একর । এছাড়া জমির ‘খ’ তপশীল এর পরিচয়ঃ খতিয়ান নং এস এ ৯০ আর এস ৮৮৬ দাগ নং ২৯৪৫/৬৬৮১ শ্রেণি আউশ পরিমান ১,৪৩ একরের মধ্যে ,৯৫৫০ একর ।
জানা গেছে, বাদী উক্ত জমির কাগজপত্র প্রমানক হিসেবে জমা রেখে বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ঋণ নেয়া হয়েছে। কাগজপত্রের বৈধতা বা সঠিক না হলে ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহককে লোন দিতে গড়িমসি করতো।
মামলার বাদী জাকির হোসেন জানান, আমরা তখন সাবালক ছিলাম। আমাদেও নামে ক্রয কৃত জমি আমার বাবা মিথ্যা নাবালক সাজিয়ে জমি কলেজের নামে দানপত্র রেজিস্ট্রী করে দিয়েছেন।
প্রকৃত অর্থেই উক্ত জমির মালিকানা নিয়ে বাদীপক্ষ আদালতে মামলা দায়ের করেছেন। মামলার রায় তাদের পক্ষেই হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাদীপক্ষ।
এনিয়ে মামলার বিবাদী বর্তমান গাংনী সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম আদালতে জবাব দিয়েছেন বলে জানা গেছে।
তবে কলেজের অধ্যক্ষ মনিরূল ইসলাম জানান, আর এস রেকর্ডের আগেই তার বাবা তার সন্তানদের নাবালক দেখিয়ে অভিভাবক হিসেবে কলেজের নামে দানপত্র রেজিস্ট্রী করে দিয়েছেন। এ জমির দলিল পত্র রয়েছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।