ঢাকাSunday , 9 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাধানগর ইউনিয়ন শাখার উদ্যোগে সাধারণ সভা

Mahamudul Hasan Babu
February 9, 2025 3:35 pm
Link Copied!

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে ৪নং রাধানগর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাধানগর ইউনিয়ন সভাপতি মোঃ গোলাম মুর্শীদ এর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বোদা উপজেলা শাখার পৌর আমীর হাফেজ মাওলানা মোঃ মোজাহারুল ইসলাম। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, আটোয়ারী উপজেলা শাখার আমীর মাওলানা ইউনুস আলী খাঁন ও উপজেলা সেক্রেটারী মাওলানা মোঃ খাদেমুল ইসলাম। সভায় বক্তারা কুরআন ও হাদিসের আলোকে রাজনীতি, রাস্ট্র পরিচালনা সম্পর্কে আলোচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা মোঃ মোজাহারুল ইসলাম বাংলাদেশে আল্লাহর আইন ও ভালো লোকের শাসন প্রতিষ্ঠায় সকল নেতা-কর্মীদের একযোগে কাজ করার আহবান জানান। তিনি জামায়াত কর্মীদের কুরআন-হাদিসের ব্যাপক জ্ঞান অর্জন করে মানুষকে আল্লাহ ও রাসুল(সা:) এর অনুসৃত পথে আহবান করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আহবান জানান। সাধারণ সভায় বক্তারা প্রয়াত ইসলামী চিন্তাবিদ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বর্ণিল রাজনৈতিক জীবন ও জামায়াতে ইসলামী বাংলাদেশের রাজনৈতিক আদর্শ এবং উদ্দেশ্য উপস্থিত সকলের মাঝে তুলে ধরেন। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাহাদাৎ বরণকারী সকলের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াতে ইসলামী, ছাত্র শিবির নেতা-কর্মী সমর্থক সহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।