ঢাকাMonday , 10 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে বিদেশী পিস্তলসহ আটক এক 

Mahamudul Hasan Babu
February 10, 2025 1:39 pm
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে বিদেশী পিস্তল সহ সোহেল রানা (৩৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার ভোর রাত সাড়ে ৩ টায় পৌরশহরের গোবিন্দনগর এলাকা থেকে অস্ত্রসহ যুবককে আটক করে সদর থানা পুলিশ৷
আটকৃত যুবক একই এলাকার মৃত খোরশেদ আলমের সন্তান৷ সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ বাজারের ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং-এ কর্মরত রয়েছেন৷
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টীম সেই বাড়িতে অভিযান পরিচালনা করেন৷ বাড়ি তল্লাশীর সময়ে তার শয়ন কক্ষে বিছানার নিচ থেকে বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়৷
ঘটনার বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি তার বাড়িতে অবৈধ অস্ত্র রয়েছে। সেই নিমিত্তে আমরা তার বাড়ি অভিযান পরিচালনা করি৷ অভিযান পরিচালনাকালে তার শয়নকক্ষে বিছানার নিচে একটি অস্ত্র পাওয়া গেছে৷ প্রাথমিক ভাবে এটি বিদেশি পিস্তল মনে হয়েছে৷ একজনকে আটক করে নিয়ে আসা হয়েছে৷ পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷