ঢাকাMonday , 10 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে মেয়েকে উত্ত্যক্ত করার দায়ে এক ছেলে কে  ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

Mahamudul Hasan Babu
February 10, 2025 5:19 pm
Link Copied!

এম,এ কুদ্দুস  বিরল (দিনাজপুর) প্রতিনিধি ॥দিনাজপুরের বিরলে এক মেয়েকে উক্ত্যক্ত করার অপরাধে এক যুবকের ৩ মাসের কারাদন্ড এবং ১ হাজার টাকা অর্থদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদলতের বিচারক।
জানা গেছে, বিরল উপজেলার পৌরসভার বিরল শাহাপাড়ার গ্রামের এ, কে, এম রফিকুল ইসলাম এর ছেলে তানভির খান জুয়েল (২৩) দীর্ঘদিন ধরে পাশের ব্রহ্মপুর গ্রামের এক মেয়েকে উক্ত্যক্ত (ইভটিজিং) করে আসছিল।
এ ব্যাপারে গত রোববার ভূক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তাকে আটক করে। সোমবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ এর কার্যালয়ে হাজির করা হলে তিনি তাঁকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
বিচারক তাকে ১৮৬০ সালের ৯ ধারায় উক্ত্যক্ত (ইভটিজিং) করার অপরাধে ৩ মাসের কারাদন্ড এবং ১ হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন।