ঢাকাTuesday , 11 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে রাইচ ট্রান্সপ্লান্টা যন্ত্রের মাধ্যমে চারা রোপনের উদ্বোধন॥

Mahamudul Hasan Babu
February 11, 2025 9:43 am
Link Copied!

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নে পুটকিয়া গ্রামে বোরধান (উফসী) সমলয় ব্লক প্রদর্শনীর রাইচ ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপনের শুভ উদ্বোধন।
গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ফুলবাড়ী উপজেলা এলুয়াড়ী ইউনিয়নের পুটকিয়া গ্রামে বোরধান (উফসী) সমলয় ব্লক প্রদার্শনীর রাইচ ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ তমাল। তিনি তার বক্তব্যে বলেন, অল্প সময়ের মধ্যে স্বল্প ব্যয়ে রাইচ ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে অধিক চারা রোপন করা যাবে। এখন থেকে কৃষকভাইদের বলছি এই যন্ত্র ব্যবহার করলে আপনারা উপকৃত হবেন।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিস মোছাঃ রুম্মান আক্তার। তিনি বলেন, প্রযুক্তির উন্নতির ফলে নতুন নতুন যন্ত্রের আবিষ্কার হচ্ছে এবং এর সুফল আমরা ভোগ করতে পারছি। প্রযুক্তি উন্নতির ফলে আজ রাইচ ট্রান্সপ্লান্টার যন্ত্রের আবিষ্কারের ফলে স্বল্প সময়ে ও স্বল্প ব্যায়ে আমরা অধিক চারা রোপন করতে পারছি। এছাড়াও উপস্থিত ছিলেন, এলাকার কৃষক, গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সঞ্চলনায় ছিলেন ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান। আয়োজনে ছিলেন ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।