এম এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর তৃতীয় ম্যাচের সমাপনী সফলভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বিকেলে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে ডনবক্স ফুটবল একাডেমি, বিরামপুর ও রাণীরবন্দর ফুটবল একাডেমি, চিরিরবন্দর প্রতিদ্বন্দ্বিতা করে। নির্ধারিত সময়ে ১-১ গোলের ব্যবধানে ম্যাচ ট্রাইব্রেকারে গড়ালে রাণীরবন্দর ফুটবল একাডেমি, চিরিরবন্দর এর গোলরক্ষক রাজুর অসাধারণ কিপিংয়ে জয়ের মুখ দেখে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হোন রাণীরবন্দর ফুটবল একাডেমি, চিরিরবন্দর এর গোলরক্ষক মোঃ রাজু।
ম্যাচের শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি বিরল প্রেস ক্লাবের আহ্বায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ আতিউর রহমান। ছাত্র প্রতিনিধি রেজওয়ান পারভেজ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিরল মৌসুমী ক্রীড়া চক্রের সাবেক খেলোয়াড় আজগর আলী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, বিশিষ্ট ঠিকাদার মাহিবুল আলম, সাবেক খেলোয়াড় লাবু, টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা সাইদুর রহমান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও ছাত্র প্রতিনিধি হারুনুর রশিদ, সদস্য সচিব ফরহাদুল ইসলাম সানি, প্রেস ক্লাবের সদস্য আব্দুল আজিজ, আবুল কালাম আজাদ প্রমূখ ।
ম্যাচটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে টুর্নামেন্ট পরিচালনা কমিটি।