আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমূলক সভা অনুিষ্ঠত হয়েছে।আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার সময় গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে নানা কর্মসূচী গ্রহনের মধ্য দিয়ে প্রস্তুতি সভা সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,গাংনী উপজেলা সহকারী কশিশনার (ভূমি) কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার শামসুল আলম সোনা, গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল, গাংনী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোত্তালিব আলী, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ, উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান , উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মামুনর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান অসাদ, উপজেলা বিআরডিবি অফিসার কামরুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ আল মাসুম প্রমুখ।
কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন,শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
দিবসের কর্মসূচী সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়েছে।