ঢাকাTuesday , 11 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পুনর্বাসন কেন্দ্রের শিশুরা নতুন বাংলাদেশের ভবিষৎ কর্ণধার: জেলা প্রশাসক ফরিদা খানম

Mahamudul Hasan Babu
February 11, 2025 2:50 pm
Link Copied!

চট্টগ্রাম ব্যুরো: শীতের মৌসুমে চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে সপ্তাহব্যাপী নানা আয়োজনে বাঙালিয়ানায় পিঠাপুলি উৎসব, শিশু বরণ, সাংস্কৃতিক প্রতিযোগিতা, ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, দেয়ালিকা উন্মোচন, আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও নিবাসী শিশুদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বৃক্ষরোপণ কর্মসূচি, শিশুদের তৈরিকৃত ‘আলোকবর্তিকা’ শিরোনামে দেয়ালিকার ৮ম সংখ্যা উন্মোচন করেন। এরপরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতা বালিকা শাখার সমাপনী ম্যাচ উপভোগ করেন। অত:পর বেলুন ও পায়রা উড্ডয়নের মধ্যেদিয়ে বাঙালিয়ানায় পিঠাপুলি অনুষ্ঠানের সূচনা করেন জেলা প্রশাসক।এরপর পিঠাশালা পরিদর্শন করেন। নতুন বছরের শুরুতে শীতের মৌসুমে কেন্দ্রের উন্মুক্ত মাঠে বাঙালীয়ানার এই পসরায় ঠাঁই পেয়েছে হরেক রকম পিঠা।
অত:পর আয়োজনের তৃতীয় পর্বে কেন্দ্রের মাঠ প্রাঙ্গনে মহামায়া লেক মঞ্চে শিশু বরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতারের পরিচালনায় হাটহাজারী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম.মশিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার শারমীন, চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদমান সহিদ, সুব্রত হাওলাদার, রুমানা পারভীন তানিয়া এবং ফারজানা রহমান মীম, উপজেলা সমাজসেবা অফিসার মুজাহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার রোজিনা রহমান, উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার লতিকা সিদ্দিকা, উপজেলা একাডেমী সুপারভাইজার মো: মুসলিম উদ্দিন, ফরহাদাবাদ ইউনিয়ন এর প্যানেল চেয়ারম্যান মো: শফিউল আজম এবং ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আলী আকবর, ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো : মাহবুবুল আলম, ফরহাদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান সহ আরও অনেকে।
জেলা প্রশাসক ফরিদা খানম বলেন- চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র আমাদেরই প্রতিষ্ঠান। এই শিশুরা নতুন বাংলাদেশের ভবিষৎ কর্ণধার। তিনি হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও চট্টগ্রাম জেলা প্রশাসন এর সকল কর্মকর্তাকে কেন্দ্রের যে কোন ধরণের সহযোগিতার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়ার বিষয়ে নিদের্শনা প্রদান করেন। অত:পর শিশুতোষ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, শেষভাগে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এছাড়াও চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের পক্ষ থেকে জেলা প্রশাসক ফরিদা খানম কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন কেন্দ্রের কর্মকর্তা -কর্মচারীবৃন্দ। তাঁবু জলসা ও বিশেষ নৈশভোজ দিয়ে শেষ হয় সপ্তাহব্যাপী বাঙালিয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন। কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার জানান- মূলত নতুন বছর উপলক্ষে শীতের মৌসুমে কেন্দ্রের নিবাসী শিশুদের এক পশলা আনন্দের বৃষ্টি ঝরিয়ে তাদের মুখে হাসি ফোঁটানোর জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস।