আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন ইটভাটায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ৩ অবৈধ ইটভাটায় ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার ফতেপুর, রামদাসপুর ও চাঁদপুরে এ অভিযান চালানো হয়।
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলামের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরে সহযোগিতায় সদর উপজেলার ফতেপুর গ্রামের এইচডি ব্রিকস, রামদাসপুর এম আর এইস ব্রিকস এবং চাঁদপুরে কে এন্ড কে ব্রিকসে অবৈধভাবে ইট পোড়ানো সহ ভাটার বৈধ কোন কাগজপত্র না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ এর সংশোধিত ২০১৯ এর ৪ ও ৬ ধারায় এইচ বি ব্রিকস এর মালিক মোঃ ইয়াছিন নিকট থেকে ১ লক্ষ টাকা। এমআরএইচ ব্রিকস এর মালিক মিজরুল ইসলামের নিকট থেকে ২ লক্ষ টাকা এবং কে এন্ড কে ব্রিকস এর মালিক মোঃ কোরবান আলী নিকট ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
  
                                     
                                 
                                 
                                 
                                