ঢাকাWednesday , 12 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে আশার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
February 12, 2025 11:35 am
Link Copied!

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:আশার প্রয়াত প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মো. সফিকুল হক চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আশা সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিলের আয়োজন করে মাদারীপুর আশা’র কর্মকর্তা কর্মচারীরা। বুধবার সকালে মাদারীপুরের চরমুগরিয়াতে গরিব ও অসহায় শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে।
এসময় ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগিদের প্রেসক্রিপশন প্রদান, ফিজিওথেরাপী সেবা, ডায়াবেটিস পরীক্ষাসহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
আশা সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. রাজ্জাক আহমদ সৌরভ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাদারীপুর পৌরসভার মেডিকেল অফিসার ডা. হরষিদ বিশ^াস।
সেসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশা’র জেলা প্রধান মো. সোহেল আহমেদ।
এছাড়া উপস্থিত ছিলেন, আশা মাদারীপুরের রিজোণাল ম্যানেজার মানিক লাল রাহা ও সিনিয়র ফিজিওথেরাপিস্ট নিরুপম চন্দ্র মন্ডল।
আশার সামাজিক কর্মসূচীর একটি সেবামুলক নন-প্রোফিটেবল কর্মসূচি অংশ হিসাবে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে কর্মকর্তা, কর্মচারীরা। এছাড়া আশা-নিজস্ব অর্থায়নে স্বাস্থ্য, শিক্ষা ও স্যানিটেশন/হাইজিন, কৃষি উন্নয়ন পরিবেশ রক্ষা সেক্টরে কাজ করে থাকে।