ঢাকাWednesday , 12 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে জেলা পর্যায়ে ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Mahamudul Hasan Babu
February 12, 2025 12:54 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে জেলা পর্যায়ে তিনদিন ব্যাপী ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। বাংলাদেশ স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস ওই প্রতিযোগিতার আয়োজন করেছে। গতকাল বুধবার বিকেলে জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতায় সমপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সাইফুল মালেকের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী, তেঁতুলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী, দেবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, আটোয়ারী উপজেলার একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজাসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতায় ৪৬টি ব্যাক্তিগত ইভেন্ট ও ৬টি দলগত ইভেন্টে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। জেলা পর্যায়ের খেলায় ব্যক্তিগত ও দলগত ইভেন্টে প্রথম স্থান অধিকারীরা রংপুরে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।