ঢাকাWednesday , 12 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম নগর পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলামের রিমান্ড নামঞ্জুর

Mahamudul Hasan Babu
February 12, 2025 12:53 pm
Link Copied!

চট্টগ্রাম ব্যুরো: বৈষম্যবিরোধী আন্দোলনে হৃদয় চন্দ্র তরুয়া হত্যা মামলায় নগর পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলামের রিমান্ড নামঞ্জুর করেছেন আদালত। তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের তৃতীয় মহানগর হাকিম এ আদেশ দেন। এ সময় তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।
এর আগে বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে সিএমপির একটি দল গিয়ে তাকে চট্টগ্রাম নিয়ে আসেন। সিএমপির বর্তমান কমিশনার হাসিব আজিজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম মহানগর আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলী মফিজুল হক ভূঁইয়া বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়াকে খুনের মামলায় সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে দুদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলামের সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত সেটা নামঞ্জুর করে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
সংশ্লিষ্ট একটি সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহতের ঘটনায় চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় দায়ের হওয়া একটি মামলায় সাইফুল ইসলামকে গ্রেফতার দেখানো হবে। ওই মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার সময় সাইফুল ইসলাম সিএমপি কমিশনারের দায়িত্ব পালন করছিলেন।