আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে মেহেরপুর সরকারি কলেজ মাঠে সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক সিফাত মেহনাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন, পায়রাও বেলুন উড়িয়ে এবং মশাল প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মেহেরপুর সরকারি কলেজের বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা কুচকা আওয়াজ প্রদর্শন করে। জেলা প্রশাসক প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
মেহেরপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে মেহেরপুর সরকারি কলেজ মাঠে সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক সিফাত মেহনাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন, পায়রাও বেলুন উড়িয়ে এবং মশাল প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মেহেরপুর সরকারি কলেজের বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা কুচকা আওয়াজ প্রদর্শন করে। জেলা প্রশাসক প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম। মেহেরপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হাসানুজ্জামান ও বাংলা বিভাগের প্রভাষক সানজিদা ফেরদৌসের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক কাওছার আলী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক খেজমত আলী মালিথা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সরকারি কলেজের সহযোগী অধ্যাপক তারিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মঈনুল ইসলাম, মুন্সি এ এইচ এম রাশেদুল হক, মনিরুল ইসলাম, শরীরচর্চা শিক্ষক আলমগীর হোসেন, মীর মোহাম্মদ মাহফুজ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।