পঞ্চগড় সংবাদদাতা: প্রায় দেড় যুগ পর পঞ্চগড় পৌর শাখার ৮নং ওয়ার্ড বিএনপির সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি হিসেবে শাকিল হোসেন প্রধান, সাধারণ সম্পাদক হিসেবে বাবুল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে এরফানুল হক পপু নির্বাচিত হয়েছেন।
বুধবার রাতে পঞ্চগড় পৌর এলাকার রেজিস্ট্রি অফিস সংলগ্ন কৃষি মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় পৌর বিএনপির আহবায়ক তৌহিদুল ইসলাম।
সম্মেলনে শাকিল হোসেন প্রধানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সদস্য সচিব এম এ বারি।
বাবুল হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক তাহের, শাহিরুল ইসলাম, হাসিনুর ইসলাম প্রমুখ।