ঢাকাThursday , 13 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীর জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

Mahamudul Hasan Babu
February 13, 2025 2:33 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গনে মনোরম অনুষ্ঠিত নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল করিম।
অনুষ্ঠানের আমন্ত্রিত প্রধান অতিথি গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার অনুপস্থিতিতে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. সাকিল আহমেদ, ধানখোলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাবেক ইউপি চেয়ারম্যান ও মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আখেরুজ্জামান আখের, চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব মোজাহিদুল ইসলাম, বিশিস্ট সমাজ সেবক নূর ইসলাম, ধানখোলা ইউনিয়ন শাখা জামায়াতের আমির মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।
অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে শিক্ষার্থীদের মেধা মনন ও সাফল্য অর্জন করতে মোবারক বলেন, পরিশ্রম করলেই সফলতা আসবেই। অতএব কোনক্রমেই সময় নষ্ট করা যাবে না। সম্মানবোধ ও শৃঙ্খলা না থাকলে জীবনে সাফল্য অর্জন করা সম্ভব হবে না।
অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের দাবি জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম।
এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন, ধানখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকুনুজ্জামান মোকাদ্দেস, ধলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন,
এ সময় নবীনদের উদ্দেশ্যে উপদেশমূলক ব্ক্তব্য উপস্থাপন করে , বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী মিম খাতুন খাতুন, উম্মে আয়মান উষ্ণ, সুরভী খাতুন ও টুম্পা খাতুন
অনুষ্ঠানের শুরুতে গানের তালে তালে বিদ্যালয়ের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের রজনী গন্ধার ষ্টিক ও ফুলের পাঁপড়ি ছিটিয়ে বরণ করা হয়। এছাড়াও বিদায়ী শিক্ষার্থীদের উপহার সামগ্রী প্রদান করা হয়। পরে অনুষ্ঠানের ২য় পর্বে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক এর উপস্থাপনায় গান পরিবেশন করেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।এর আগে নবীন বরন ও বিদায় অনুষ্ঠান উপলক্ষে মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ডিসপ্লে ও নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।