ঢাকাSaturday , 15 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

“সভাপতি সালাম, সম্পাদক মহাসিন” রূপসার ইলাইপুর বাজার বণিক সমিতি’র ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত 

Mahamudul Hasan Babu
February 15, 2025 11:49 am
Link Copied!

রূপসা প্রতিনিধিঃ উৎসবমুখর পরিবেশে রূপসা উপজেলার ঐতিহ্যবাহী ইলাইপুর বাজার বণিক সমিতি’র ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোঃ আব্দুস সালাম শেখ ৭৩ ভোট, সাধারণ সম্পাদক পদে মোঃ মহাসিন শেখ ৬২ ভোট ও কোষাধ্যক্ষ পদে মোঃ তরিকুল ইসলাম ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সকাল ১০ টা থেকে  বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১১ টি পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। ১২০ জন ভোটারের মধ্যে ১১৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এছাড়া বাকি ৮টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন,সহ-সভাপতি পদে মোঃ এমদাদুল হক, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ আসলাম বাশার, দপ্তর সম্পাদক পদে মোঃ মাহফুজুর রহমান, প্রচার সম্পাদক পদে মোঃ আসাদুল সেখ হাসিব এবং নির্বাহী সদস্য পদে মোঃ নূর ইসলাম, মোঃ জাহাঙ্গীর হাওলাদার, ইন্তাজ শেখ ও মোঃ মেহেদী। নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পালন করেন রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান। পরিচালনা কমিটির সদস্য ছিলেন নৈহাটি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ দিদার আলী, সাবেক ইউপি সদস্য মোঃ ওহিদুল ইসলাম, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আলেক হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, রূপসা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, ৮ নং ওয়ার্ড জামায়াত ইসলামীর সভাপতি মাওলানা আইয়ুব আলী গাজী, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খান। নির্বাচন কমিশনের সচিবের দায়িত্ব পালন করেন মোঃ জাহিদুল ইসলাম রবি ও মোঃ রিয়াজুল ইসলাম। দীর্ঘ ১৭ বছর পর গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে ইলাইপুর বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হল।