ঢাকাSaturday , 15 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ঝুঁকিপূর্ণভাবে সিলিন্ডারে গ্যাস ভর্তি, ১৬৭২টি খালি সিলিন্ডার জব্দ

Mahamudul Hasan Babu
February 15, 2025 1:52 pm
Link Copied!

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে সিলিন্ডারে গ্যাস ভর্তি করার একটি গুদামে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। এসময় সেখান থেকে ১৬৭২টি খালি সিলিন্ডার জব্দ করা হয়েছে। শনিবার গভীর রাতে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ফুলতলা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে একটি গুদামে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, গুদামটি মেসার্স নুসরাত এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সেনাবাহিনীর একটি টিম গিয়ে ওই গুদামটি ঘিরে ফেলে। পরে চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমার নেতৃত্বে গুদামে অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানিয়েছেন, গুদামটিকে ক্রস ফিলিং স্টেশন হিসেবে ব্যবহার করা হচ্ছিল। বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস ভর্তি করা হয়। এরপর সেগুলো আরও ঝুঁকি নিয়ে পিকআপ ভ্যানে করে চট্টগ্রামের বিভিন্নস্থানে সরবরাহ করা হয়। অভিযানে গুদামটিতে কাউকে পাওয়া যায়নি। ১৬৭২টি গ্যাস সিলিন্ডার এবং একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। লাইসেন্সবিহীন অবৈধ গুদামটি বন্ধ করে দেয়া হয়েছে।